ISIS- ঘাঁটিতে যাবার পথে আমেরিকা ফেরৎ ইঞ্জিনিয়র হায়দরাবাদে গ্রেফতার

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

হায়দরাবাদ:  আমেরিকা ফেরত ৩২ বছরের ইঞ্জিনিয়রকে  হায়দরাবাদ থেকে গ্রেফতার করল পুলিস। দুবাইয়ের বিমান ধরার সময় বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করা হয়।

ভারতের  হায়দরাবাদ পুলিসের সাইবার শাখার অনুমান, সালমান মহিউদ্দিন নামে ওই যুবক দুবাই যাচ্ছিলেন ISIS-এ যুক্ত হতে।
পুলিস সূত্রে প্রকাশ,  সিরিয়ায় ISIS ঘাঁটিতে যাওয়ার লক্ষ্য নিয়ে দেশ ছাড়ছিলেন সালমান।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “”USA-তে থাকাকালীন তিনি  জেসপ নামে এক মহিলার সঙ্গে দেখা করেন।”

সেখান থেকেই তাঁর IS-এ যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

২০১৪ সালে ইসলামিক স্টেটে খালিপথ আসার পর দু’জনেই ISIS এর প্রতি উৎসাহী হতে থাকেন। ফেসবুকেও বেশকিছু গ্রুপ করে তাঁরা ইসলামিক রাষ্ট্রের প্রক্ষে প্রচার চালাত বলে জানিয়েছে পুলিস।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 + 7 =